Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালী উপজেলা আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

॥কালুখালী প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা গতকাল ৫ই মে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিটির প্রধান পৃষ্ঠপোষক রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম।
উপস্থিত ছিলেন। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এডঃ মোঃ সিদ্দিকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শারমিন আক্তার, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নূরুল ইসলাম, কালুখালী থানার ওসি এস.এম আবু ফরহাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাজী আলমগীর, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাছিদুর রহমান, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়ার্দ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার সেলিনা খাতুন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বাসার চৌধুরী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর, মাইনুল ইসলাম হাওলাদার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) হাওয়া খাতুন, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান নবাব, মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান সাগর মোল্লা এবং সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী কমিটির অন্যান্য সদস্যগণ বক্তব্য রাখেন।
বক্তাগণ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বলেন, ছোট-খাটো যেসব সমস্যা রয়েছে সেগুলো সকলের সহযোগিতায় সমাধান করা সম্ভব। মাদক, বাল্য বিবাহ, সন্ত্রাসসহ বিভিন্ন অপকর্মের বিষয়ে সকলকে এক হয়ে কাজ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বলেন, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সবাইকে দায়িত্বশীল হতে হবে। নদী থেকে অবৈধভাবে যে বালু কাটা হচ্ছে সেটা ঠেকাতে হবে। রমজান মাসে চুরি, ডাকাতি একটু বেশী হয়। তাই সেদিকে লক্ষ্য রাখতে হবে। পুলিশকে শক্ত হাতে সকল অপকর্ম রোধ করতে হবে।
আইন-শৃঙ্খলা কমিটির সভার শেষে একই স্থানে উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।