Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা উপজেলার স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম পরিদশর্নে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে গতকাল ৫ই মে দুপুরে ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান তালুকদার স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ হাবিবুর রহমান ও পাংশা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম উপস্থিত ছিলেন।
জানা যায়, গতকাল রবিবার চতুর্থ দিনে পাংশা পৌরসভার কোড়াপাড়া, সত্যজিৎপুর, নারায়নপুর, বিষ্ণুপুর ও মাগুড়াডাঙ্গী এলাকার প্রায় ৪ হাজার মহিলার মাঝে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হয়।
গত ৩০শে এপ্রিল থেকে পাংশায় স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। আজ ৬ই মে মৈশালা (৮নং ওয়ার্ড), কুলটিয়া, বড়গাছি, মাগুড়াডাঙ্গী (৯নং ওয়ার্ড), মৈশালা (৯নং ওয়ার্ড) ও রঘুনাথপুর গ্রামের শুধুমাত্র পুরুষ এবং ৭মে মৈশালা (৮নং ওয়ার্ড), কুলটিয়া, বড়গাছি, মাগুড়াডাঙ্গী (৯নং ওয়ার্ড), মৈশালা (৯নং ওয়ার্ড) ও রঘুনাথপুর গ্রামের শুধুমাত্র মহিলাদের স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হবে। এর পরে বাবুপাড়া ইউপিতে ৯ই মে থেকে ১২ই মে, মৌরাট ইউপিতে ১৪ই মে থেকে ২০শে মে, যশাই ইউপিতে ২২শে মে থেকে ২৭শে মে, হাবাসপুর ইউপিতে ২৯শে মে থেকে ১৫ই জুন, বাহাদুরপুর ইউপিতে ১৭ই জুন থেকে ২২শে জুন, মাছপাড়া ইউপিতে ২৪শে জুন থেকে ২৯শে জুন, কলিমহর ইউপিতে ১লা জুলাই থেকে ৪ঠা জুলাই, সরিষা ইউপিতে ৬ই জুলাই থেকে ৯ই জুলাই, পাট্টা ইউপিতে ১১ই জুলাই থেকে ১৫ই জুলাই ও কসবামাজাইল ইউপিতে ১৭ই জুলাই থেকে ২৩শে জুলাই পর্যন্ত স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হবে।