॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী-গোয়ালন্দ মোড় সড়কের সদর উপজেলার আলাদীপুর জামাই পাগলের মাজার গেটের মোড়ে গতকাল ৪ঠা মে সকাল ৯টার দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪জন বাসযাত্রী নিহত ও কমপক্ষে ২৫জন আহত হয়েছে।
রাজবাড়ী-গোয়ালন্দ মোড় আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলাধীন আলীপুর ইউনিয়নের আলাদীপুর জামাই পাগলের মাজার গেটের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ৪জন হলেন ঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পশ্চিম নারায়ণপুর গ্রামের কালু গাজীর ছেলে আব্দুল গফফার গাজী(৫০), পাটকেলঘাট উপজেলার নগরঘাট গ্রামের তৌহিদুর রহমানের স্ত্রী আছমা আক্তার ডলি(৩৫), সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর গ্রামের কোরবান আলীর ছেলে রওশন আলী(৫০) এবং একই উপজেলার রাজার বাগান গ্রামের আলামিনের স্ত্রী শারমিন সুলতানা(২০)। তাদের মধ্যে ৩জন (আব্দুল গফফার গাজী, রওশন আলী ও শারমিন সুলতানা) ঘটনাস্থলেই এবং অপরজন(আছমা আক্তার ডলি) রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল করিম জানান, সাতক্ষীরার শ্যামনগর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা গ্রীন বাংলা পরিবহনের একটি বাস(ঢাকা-মেট্রো-ব-১৫-১৬৭২) দৌলতদিয়া ঘাটে আসার পর ঘূর্ণিঝড় ফণীর কারণে ফেরী বন্ধ থাকায় বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রাজবাড়ী-গোয়ালন্দ মোড় আঞ্চলিক মহাসড়ক দিয়ে কুষ্টিয়ার দিকে যাওয়ার সময় আলাদীপুর জামাই পাগলের মাজার মোড়ে এসে পৌঁছালে বিপরীত থেকে আসা দ্রুতগামী মাছবাহী একটি ট্রাকের (ঢাকা-মেট্রো-ট-১৩-৪৯৮২) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির ডানদিকের মধ্যবর্তী অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় আলাদীপুর ব্রিজ পার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাস ও ট্রাকের চালকরা পালিয়ে যায়। এছাড়া দুর্ঘটনার সময় বাসটির পিছনে থাকা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বৈদ্যুতির খুঁটির সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয়। রাজবাড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল হালিম জানান, তারা আহত ১০জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। স্থানীয়রাও কয়েকজনকে হাসপাতালে নিয়ে যান।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ্বাস জানান, আহতদের হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসার দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আহতদের মধ্যে ১ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, নিহতদের মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ স্পীড ব্রেকারের দাবীতে মহাসড়কের উপর গাছের গুড়ি ফেলে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। তাদের অভিযোগ, দুর্ঘটনাপ্রবণ এই এলাকায় স্পীড ব্রেকার না থাকার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী এবং পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম-সেবা ঘটনাস্থল গিয়ে উত্তেজিত জনতার সাথে কথা বলে দ্রুত স্পীড ব্রেকার স্থাপনের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। এরপর যানচলাচল স্বাভাবিক হয়।
এ সময় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ রেজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ এবং আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে দুর্ঘটনার পর আহতদের সদর হাসপাতালে আনা হলেও জরুরী মুহুর্তে সংশ্লিষ্ট চিকিৎসকের পরিবর্তে নার্স, ওর্য়াড বয়, পরিছন্ন কর্মীরাই আহতদের চিকিৎসা প্রদান করে।
ঘূর্ণিঝড় ফনী আঘাত আনার আশংকায় সরকারী আদেশ মোতাবেক হাসপাতালের সকল চিকিৎসক ও কর্মচারীর সকল ছুটি বাতিল ঘোষণা করা হলেও রাজবাড়ী সদর হাসপাতালে কর্মরত সার্জিক্যাল চিকিৎসকসহ ৩জন চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ফলে আহতরা হাসপাতালে সূচীকিৎসা না পাওয়ায় সাধারন মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
রাজবাড়ীর আলাদীপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত॥২৫জন আহত
