Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা উপজেলায় ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দু’দিন দমকা হাওয়া-বৃষ্টি

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে গত দু’দিন ধরে বৃষ্টি ও দমকা হাওয়া প্রবাহমান রয়েছে।
ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে ইউএনও অফিসের দুর্যোগ ব্যবস্থাপনা শাখায় ‘কন্ট্রোল রুম’ খোলা হয়েছে।
জানা যায়, গত শুক্রবার দুপুর ২টার পর থেকে গতকাল শনিবার ৪ঠা মে সন্ধ্যা পর্যন্ত কখনো গুড়ি-গুড়ি আবার কখনো মুশলধারে বৃষ্টি হচ্ছে। সেইসাথে দমকা হাওয়া বইছে। এতে জনজীবনে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। কর্মজীবী মানুষ কর্মস্থলে যাওয়া-আসায় দুর্ভোগ পোহাচ্ছে। ঘর থেকে বের হতে চলার সঙ্গী হয়েছে ছাতি।
পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর আকন জানান, ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবেলা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে ইউনিয়ন পর্যায় থেকে তথ্য সংগ্রহ এবং উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করার জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাংশা উপজেলায় ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে কোথায়ও কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।