Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ভবানীপুরে অমূল্য কুমার দে’র ৪৮তম মৃত্যু বার্ষিকী পালিত

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকসেনাদের গুলিতে নিহত অমূল্য কুমার দে’র ৪৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। গত ৩রা মে বিকেলে তার নিজ বাড়ী শহরের ভবানীপুরে এ মৃত্যু বার্ষিকী পালিত হয়।
তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী উপস্থিত ছিলেন।
এ সময় নিহত অমূল্য কুমারের ছেলে রঞ্জিত কুমার, অজিত কুমার ও চঞ্চল কুমার দে তার বাবার নাম শহীদ গেজেটে অন্তর্ভূক্ত করার জন্য সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীকে অনুরোধ করেন।
তারা বলেন, ১৯৭১ সালের ৩০শে এপ্রিল তাদের বাবা অমূল্য কুমার দে’কে বিহারী, রাজাকার ও পাকসেনা ধরে নিয়ে জৌকুড়া গ্রামে নির্মমভাবে গুলি করে হত্যা করে। কিন্তু স্বাধীনতার ৪৮বছরের তার বাবার নাম শহীদ গেজেটে অন্তর্ভূক্ত হয়নি। যা খুবই দুঃখজনক।