Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশার সরিষায় আ’লীগ নেতা পিকুল বিশ্বাস হত্যাকান্ডে ১৪জনের বিরুদ্ধে থানায় মামলা

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউপির আওয়ামী লীগ নেতা সফিউল্লাহ বাহার ওরফে পিকুল বিশ্বাস(৪০) হত্যাকান্ডে তার ভাই সরিষা ইউপির চেয়ারম্যান ও সরিষা ইউপি আওয়ামী লীগের সভাপতি আজমল আল বাহার বিশ্বাস বাদী হয়ে ১৪জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
পাংশা থানার মামলা নং-২, তাং-২/৫/২০১৯খ্রিঃ। ধারাঃ ৩০২/৩৪ দঃ বিঃ। পাংশা থানার এস.আই রাম প্রসাদ চক্রবর্তী মামলাটি তদন্ত করছেন।
এদিকে পিকুল বিশ্বাস হত্যা মামলায় গ্রেফতারকৃত এজাহারনামীয় ৩জন আসামী সরিষা গ্রামের মোঃ মুন্নু(২৫), একই গ্রামের ইকবাল(৩০) ও সরিষা আঁধারকোটা গ্রামের হাবিল (৩৩)কে গতকাল শুক্রবার ৩রা মে রাজবাড়ী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালতে আসামীদের ৭দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
জানা যায়, সরিষা ইউপির চেয়ারম্যান ও সরিষা ইউপি আওয়ামী লীগের সভাপতি আজমল আল বাহার বিশ্বাসের ছোট ভাই স্থানীয় আওয়ামী লীগ নেতা সফিউল্লাহ বাহার ওরফে পিকুল বিশ্বাস (৪০)কে গত ১লা মে রাত ১২টার দিকে সরিষা বাজারের অদূরে চাররাস্তা মোড়ের পাশে কাঁচা রাস্তার উপর দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
এ ঘটনায় পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামী পান্নু মন্ডলের ছেলে মুনু, লুৎফর রহমানের ছেলে ইকবাল ও রমজান আলীর ছেলে হাবিলকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই রাম প্রসাদ চক্রবর্তী জানান, পিকুল বিশ্বাস হত্যা মামলার এজাহারনামীয় ৩জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদের ৭দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। অভ্যন্তরীন কোন্দলের জের ধরে এ হত্যাকান্ডটি ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।