Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর তীর রক্ষা ও ড্রেজিং প্রকল্প উদ্বোধন

॥মাহবুব হোসেন পিয়াল॥ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার এমপিডাঙ্গী এলাকায় পদ্মা নদীর তীর রক্ষা ও ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
গত ২রা মে বিকালে প্রধান অতিথি হিসেবে এই প্রকল্পের উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
ফরিদপুর পাউবো’র নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রোকসানা রহমান, চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মূসা, উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান কাজী, চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কালাম মাস্টার, আনোয়ার আলী মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নিক্সন চৌধুরী বলেন, গত কয়েক বছরে পদ্মা নদীর ভাঙনে চরভদ্রাসন উপজেলার কয়েকটি গ্রামের হাজার হাজার বিঘা ফসলী জমি, পাকা সড়ক, স্কুল, মসজিদ, বসত বাড়ী, গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। তাই আমি ২৯৩ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্পটি অনুমোদনের চেষ্টা চালাই। সাবেক পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সহযোগিতায় ২০১৮ সালের ৭ই আগস্ট অনুষ্ঠিত একনেকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটি অনুমোদন করেন। প্রকল্পটির কাজ শুরু হওয়ায় চরভদ্রাসনবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে।