Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জামালপুরের নটাপাড়া মাদ্রাসায় সচেতনতামূলক আলোচনা সভা

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া আবু জাফর দাখিল মাদ্রাসায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যা, সন্ত্রাস, জঙ্গীবাদ, সামাজিক মূল্যবোধ, মোবাইলের অপব্যবহারসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি থানা পুলিশের আয়োজনে গতকাল ৩০শে এপ্রিল সকালে মাদ্রাসার একটি শ্রেণী কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ লাবিব আব্দুল্লাহ। মাদ্রাসার সুপার শেখ মোহাম্মাদ আবু হানিফের সভাপতিত্বে এবং বালিয়াকান্দি থানার পরিদর্শক(তদন্ত) মোঃ ওবায়েদুল হকের সঞ্চালনায় আলোচনা অন্যান্যের মধ্যে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা আব্দুর রউব, বালিয়াকান্দি থানার এস.আই হেমায়েত, এস.আই বিল্লাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ লাবিব আব্দুল্লাহ বলেন, ইভটিজিং ও বাল্যবিবাহ সমাজের একটি ব্যাধি। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিক মূল্যবোধ বৃদ্ধি ও মোবাইলের অপব্যবহারের বিষয়ে সচেতন হতে হবে। যৌতুক, সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ এসব অপরাধের বিষয়েও সোচ্চার হতে হবে।
তিনি এসব বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।