Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে গতকাল ৩০শে এপ্রিল পাংশা পৌরসভার চর দুর্লভদিয়া, চরমৌদিপুর, ঢেঁকিপাড়া, পারনারায়নপুর, মৌকুড়ী, মৃগীডাঙ্গা ও সাবেক নারায়নপুর গ্রামের লোকজনের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র(স্মার্ট এনআইডি কার্ড) বিতরণের মধ্য দিয়ে উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
জানা যায়, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ও পাংশা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আলীম জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম মনিটরিং করেন।
সকাল থেকেই নারী-পুরুষ প্রায় ৪হাজার মানুষ লাইন দিয়ে সংশ্লিষ্ট বুথ থেকে এনআইডি কার্ড জমা দিয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন। যাদের এনআইডি কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে পুনরায় তাদের এনআইডি কার্ড পেতে পৃথক বুথের ব্যবস্থা করা হয়েছে। পাংশা মডেল থানার এএসআই মাসুদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমে শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।
এদিকে, গত মঙ্গলবার সকালে পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ও পাংশা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আলীম প্রমূখ উপস্থিত ছিলেন।
আগামী ২রা মে গুধিবাড়ী, নারায়নপুর(ওয়ার্ড নং-৩) ও নারায়নপুর(ওয়ার্ড নং-৪) এ স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।