Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে গতকাল ২৯শে এপ্রিল দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৯ (২৩-২৯ এপ্রিল)-এর সমাপনী অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে আলোচনা ও বিভিন্ন ক্যাটাগরীতে ২০জন শিক্ষার্থী ও কৃষক-কৃষাণীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আনজুয়ারা খাতুন সুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ এবং বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, পাংশা উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বদরুল আলম ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ তৈয়বুর রহমান।
অনুষ্ঠানে পুষ্টি উন্নয়নের বুনিয়াদ, খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করা হয়। সেই সাথে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য খাওয়ার গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে পুষ্টিকর রন্ধন প্রতিযোগিতায় হাবাসপুর সিএফসিটির চরঝিকড়ী গ্রামের জহুরা খাতুন, একই গ্রামের আলেয়া খাতুন ও পারভীন, মাছপাড়া সিএফসিটির নিশ্চিন্তপুর-বাবুপাড়া গ্রামের শিমু খাতুন, দোলন খাতুন ও রাহেলা খাতুন, কৃষক-কৃষাণীর সমন্বয়ে মৌসুমী শাক-সবজি ও ফলমূল উৎপাদন ও পুষ্টি বিষয়ক আলোচনা ও প্রতিযোগিতায় মাছপাড়ার নওপাড়া গ্রামের পিপ্তি রানী দাস, সেলিনা খাতুন ও আবুল প্রামানিক, মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্টি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির সানিয়া তাসনিম, ১০ম শ্রেণির শামীমা আক্তার, ৮ম শ্রেণির রোদেলা হাসান, ১০ম শ্রেণির আশফিয়া তাসমিম (মুমু), ৬ষ্ঠ শ্রেণির সাদিয়া আফরিন, ১০ম শ্রেণির রুবাইয়া আক্তার, ৯ম শ্রেণির ফারিয়া ইয়াসমীন আখি, ৯ম শ্রেণির জান্নাতুল মারিয়া শেফা, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির সুমাইয়া মাসুদ, ৬ষ্ঠ শ্রেণির প্রমা দাস তিথি ও কাজী আব্দুল মাজেদ একাডেমীর ১০ম শ্রেণির শামিমা আক্তার শ্রাবন্তীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।