Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে ২শত বোতল ফেন্সিডিলসহ ১জন গ্রেপ্তার

॥কালুখালী প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার গান্ধিমারা বাজার এলাকা থেকে গতকাল ২৬শে এপ্রিল সকালে ২০০ বোতল ফেনসিডিলসহ তুষার(১৯) নামের এক বাসযাত্রীকে পাংশা হাইওয়ে থানার পুলিশ গ্রেফতার করেছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী পদ্মা-গড়াই পরিবহনের একটি বাস(পাবনা-জ-১১-০০৬৪) গান্ধিমারা বাজার এলাকায় হাইওয়ে থানার সামনে থামিয়ে তল্লাশী করে ২টি ব্যাগে ভর্তি ২০০ বোতল ফেনসিডিলসহ বাসটির যাত্রী তুষারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তুষার মেহেরপুরের মুজিবনগর থানাধীন ভবেরপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পরে পাংশা হাইওয়ে থানার পুলিশ তাকে কালুখালী থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি দায়ের করেছে। একই দিন তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।