Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক আলোচনা সভা

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশের আয়োজনে গতকাল ২৫শে এপ্রিল সকালে বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক, জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক, সামাজিক মূল্যবোধ ও মোবাইলের অপব্যবহারসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ লাবিব আব্দুল্লাহ।
বালিয়াকান্দি থানার এস.আই দিপন মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় থানার পরিদর্শক(তদন্ত) ওবায়েদুল হক, এসআই নূর মোহাম্মদ, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবিব আব্দুল্লাহ বলেন, ইভটিজিং ও বাল্য বিবাহ সমাজের একটি ব্যাধি। এর বিরুদ্ধে তোমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিক মূল্যবোধ বৃদ্ধি ও মোবাইলের অপব্যবহারের বিষয়ে তোমাদের সচেতন হতে হবে। যৌতুক, সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ এসব অপরাধের বিষয়েও সোচ্চার হতে হবে। মনে রাখবে, তোমরাই জাতির ভবিষ্যৎ। তিনি এসব বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
এছাড়াও তিনি তার সরকারী মোবাইল ফোন নম্বর শিক্ষার্থীদের প্রদান করে অপরাধমূলক কোন কিছু ঘটতে দেখলে সঙ্গে সঙ্গে তাকে ফোন করে জানানোর অনুরোধ করেন।