॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পুষ্টি উন্নয়নের বুনিয়াদ, খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২৩শে এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৯ উদ্বোধন করা হয়েছে।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আনজুয়ারা খাতুন সুমীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, এফএইচ এসোসিয়েশনের টিম লিডার মানিক রামবারী ও পরিতোষ বাড়ৈ, জুনিয়র কনসালটেন্ট গাইনী ডাঃ শর্মী আহম্মেদ, সরিষার সিএইচসিপি সাইফুল ইসলাম ও মৌরাটের স্বাস্থ্য সহকারী আরিফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
উপস্থাপনা করেন উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ তৈয়বুর রহমান। উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহের পুষ্টিরন্ধন, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুষ্টি সমৃদ্ধ খাদ্য শস্য উৎপাদনে কৃষকদের সাথে মতবিনিময়সহ সপ্তাহ ব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। সেইসাথে জনগণের দোরগোড়ায় পুষ্টিবার্তা পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
পাংশায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
