Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ফরিদপুরের ভাঙ্গা থেকে বিকাশ প্রতারক চক্রের ৫সদস্য গ্রেফতার

॥স্টাফ রিপোর্টার॥ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গত ২০শে এপ্রিল রাতে ফরিদপুরের ভাঙ্গা থানাধীন মিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে মোবাইল ব্যাংকিং বিকাশ প্রতারক চক্রের ৫জন সদস্যকে গ্রেফতার করেছে।
এ সময় তাদের কাছ থেকে ৪৬টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৫৭৮টি সিমকার্ড, ২টি রাউটার, ১৬৪ পিস ইয়াবা, ২ বোতল ফেনসিডিল ও ১৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ মিয়াপাড়া গ্রামের আলী ফরাজীর ছেলে রুবেল ফরাজী(২৩), কালা মিয়া ফরাজীর ছেলে উজ্জল ফরাজী(১৯), মৃত ছলফু শিকদারের ছেলে ওবাইদুল শিকদার(৩৩), আতা হাওলাদারের ছেলে সুমন হাওলাদার(২০) এবং রায়নগর গ্রামের বাবু মাতুব্বর(২০)।
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গ্রেফতারকৃতরা মোবাইলের সিমকার্ড বিক্রেতাদের সাথে যোগসাজস করে ভুয়া নামে সিমকার্ড রেজিস্ট্রেশন ও উক্ত সিমকার্ড ব্যবহার করে বিকাশের অসাধু ডিএসআরদের(বিকাশ একাউন্ট খোলার জন্য বিকাশ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগকৃত এ্যজেন্ট) মাধ্যমে বিকাশ একাউন্ট খুলে সহজ-সরল জনগণের নিকট নিজেদেরকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ একাউন্টের পিন কোড জেনে নিয়ে স্মার্ট ফোনে বিকাশ অ্যাপস ব্যবহার করে তাদের বিকাশ একাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। বিকাশ প্রতারণার পাশাপাশি তারা মাদক ব্যবসার সাথেও জড়িত।