॥চঞ্চল সরদার॥ রাজবাড়ীর সদর উপজেলার বাগমারা-জৌকুড়া সড়কের উন্নয়নমূলক কাজের কারণে ব্যাপক ধুলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
এ অবস্থায় ওই সড়কে নিয়মিত পানি দেওয়ার দাবীতে মানববন্ধন পালন করেছে ওই সড়কের পাশর্^বর্তী বাগমারার শহীদ লেঃ ডাঃ নুরুল ইমাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল ২০শে এপ্রিল দুপুরে বিদ্যালয়ের সামনে সড়কটির পাশে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন চলাকালে মিজানপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মোস্তফা মোল্লা, এলাকাবাসীর পক্ষে আব্দুর রাজ্জাক সিকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাজেদা বেগম, সহকারী শিক্ষিকা লতিফা ফেরদৌস ও বাগমারা গ্রামের খন্দকার টুটুল প্রমুখ বক্তব্য রাখেন।
ইউপি সদস্য মোস্তফা মোল্লা বলেন, ধুলার কারণে এলাকার লোকজন রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। স্কুলে আসা-যাওয়া করতে ছাত্র-ছাত্রীদের সমস্যা হয়। এ জন্য নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে।
আব্দুর রাজ্জাক সিকদার বলেন, এই রাস্তায় কোন পানি দেওয়া হয় না। যদি তারা প্রতিদিন সকাল-বিকাল পানি না দেওয়া হয় তাহলে আমরা ২১ তারিখ থেকে রাস্তায় গাড়ী চলাচল বন্ধ করে দিব। কঠোর আন্দোলনে যাব।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাজেদা বেগম বলেন, আমাদের বাচ্চাদের স্কুলে আসতে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। স্কুলে আসা-যাওয়ার সময় তাদের শরীরে প্রচুল ধুলা লেগে যায়। স্কুল ড্রেস-খাবার নষ্ট হয়। ধুলার কারণে অনেকের নানা রোগ হচ্ছে।
খন্দকার টুটুল বলেন, সড়কের পাশের ঘর-বাড়ী, দোকান-পাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, গাছপালা সবকিছু ধুলায় ছেয়ে গেছে। প্রতিদিন প্রচুর লোক অসুস্থ হয়ে পড়ছে। এ অবস্থায় যদি এই রাস্তায় প্রতিদিন দুইবার সকাল-বিকাল পানি দেওয়া হয় তাহলে আমাদের জন্য ভালো হবে।
মানববন্ধন করা অবস্থায় সড়কটির ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশনের সুপারভাইজার তারিকুর রহমান সেখানে আসলে মানুষের তোপের মুখে পড়েন। তিনি প্রতিদিন সড়কে পানি দেওয়ার অঙ্গীকার করেন।