॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে কৃষক লীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রাজবাড়ী জেলা কৃষক লীগের উদ্যোগে গতকাল ১৯শে এপ্রিল বেলা ৩টায় বর্ণাঢ্য র্যালী, জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবু বককার খানের সঞ্চালনায় আলোচনা সভায় পাংশা উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রোকনুজ্জামান বকুল, বালিয়াকান্দি উপজেলা কৃষক লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষক লীগের সদস্য ও বরাট ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আঃ কাদের মুন্সি, গোয়ালন্দ পৌর কৃষক লীগের সভাপতি আল মাহমুদ মিশা, জামালপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ডাঃ কুদরত-ই-রহমান মহব্বত, মিজানপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলাউদ্দিন আলাল, মাছপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আনছার উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, দেশের কৃষকরা আজও অবহেলিত। তবে সরকার কৃষকদের উন্নয়নের জন্য কাজ করছে। সহজে কৃষি ঋণ, বিনামূল্যে বীজ, সার, কীটনাশক দেয়া হচ্ছে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কৃষক লীগের নেতাকর্মীদের অবদান রাখতে হবে। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় তিনি কৃষক লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু বককার খান বলেন, কৃষক লীগ আওয়ামী লীগের অন্যতম প্রধান একটি সহযোগী সংগঠন। আমাদের প্রাণপ্রিয় এই সংগঠনটিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ জন্য আমরা প্রতিটি উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করছি। এতে করে আমরা তৃণমূল থেকে নতুন নেতৃত্ব খুঁজে পাব। তিনি জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কৃষক লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভার শেষে সবাই মিলে কেক কেটে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। জেলা কৃষক লীগের মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক শ্রীরূপ কুমার কুন্ডু, সদস্য কমল কুমার সরকার, সদস্য মাইনুদ্দিন সরদার, রাজু আহম্মেদ, মনির খান, বৃষ্টি বেগম, মিজানপুর ইউপির মহিলা সদস্য মলি আক্তার এবং সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক ছবদার শেখসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের কৃষক লীগের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।