Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি আসমা সিদ্দিকা মিলিকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে সম্মাননা পাওয়ায় রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম,পিপিএম-সেবা’কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা পুলিশ।
গতকাল ১৭ই এপ্রিল দুপুরে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি তার কার্যালয়ে এসে পৌঁছালে রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার(হেডকোয়ার্টার) মোঃ ফজলুল করিম, ডিআইও-১ মীর্জা আবুল কালাম আজাদ, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, টিআই আবুল হোসেন গাজী, কোর্ট ইন্সপেক্টর গোলাম রাব্বানী, বিশেষ শাখার(ডিএসবি) ইন্সপেক্টর মোঃ আলমগীর হোসেন এবং জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর জিয়ারুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভিনন্দন জানান।
এ সময় পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টার এই অর্জনকে ধরে রাখতে ভবিষ্যতে আরও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে জেলার প্রতিটি পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে হবে।
উল্লেখ্য, গত ১৬ই এপ্রিল বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের কনফারেন্স রুমে ফেব্রুয়ারী ও মার্চ-২০১৯ মাসের মাসিক ও প্রথম ত্রৈমাসিক ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সভায় রেঞ্জের জেলা সমূহের সামগ্রিক কর্মকান্ড পর্যালোচনা পূর্বক শ্রেষ্ঠ এসপি, সার্কেল এএসপি, ওসি, তদন্তকারী কর্মকর্তাসহ মোট ৬৬টি ক্যাটাগরিতে ৬৬জন অফিসার, ফোর্স ও চৌকিদারকে পুরস্কার প্রদান করা হয়।
এবার অধিক সংখ্যক আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, ক্লু-লেস হত্যা ও ডাকাতি মামলা উদঘাটন এবং পলাতক আসামী গ্রেফতারে সফলতার জন্য ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন,বিপিএম-পিপিএম। এ সময় ডিআইজি(প্রশাসন) আবু কালাম সিদ্দিক ও অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামানসহ ঢাকা বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও উল্লেখিত সময়ের শ্রেষ্ঠ মামলার তদারকী কর্মকর্তা হিসেবে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ রেজাউল করিম, অস্ত্র ও মাদক উদ্ধারে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে রাজবাড়ীর ডিবি’র ওসি মোঃ কামাল হোসেন ভুঁইয়া এবং ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেপ্তার ও আদালতে ১৬৪ ধারায় স্বীরারোক্তিমূলক জবানবন্দী প্রদানের জন্য ডিবির এস.আই ফকির হাসানুজ্জামানকে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।