Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ রাজবাড়ীর এসপি আসমা সিদ্দিকা মিলি

॥দেবাশীষ বিশ্বাস॥ অধিক সংখ্যক আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার, ক্লুলেস হত্যা ও ডাকাতি মামলার রহস্য উদঘাটন এবং পলাতক আসামী গ্রেফতারের জন্য ঢাকা রেঞ্জের সেরা পুলিশ সুপার হিসেবে পুরস্কৃত হয়েছেন রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-পিপিএম(সেবা)।
গতকাল ১৬ই এপ্রিল সকালে ঢাকা রেঞ্জের ডিআইজির কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভা শেষে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন,বিপিএম-পিপিএম।
এ বছরের ফেব্রুয়ারী ও মার্চ মাসে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় ডিআইজি(প্রশাসন) আবু কালাম সিদ্দিক ও অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামানসহ ঢাকা বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও একই সভায় ফেব্রুয়ারী মাসের শ্রেষ্ঠ মামলার তদারকী কর্মকর্তা হিসেবে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ রেজাউল করিম পিপিএম ও অস্ত্র ও মাদক উদ্ধারে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে রাজবাড়ী ডিবি’র ইন্সপেক্টর মোঃ কামাল হোসেন ভুঁইয়া এবং ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেপ্তার ও আদালতে ১৬৪ ধারায় স্বীরারোক্তিমূলক জবানবন্দী প্রদানের জন্য ডিবির এস.আই ফকির হাসানুজ্জামানকে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তির বিষয়ে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-পিপিএম(সেবা) বলেন, জেলা পুলিশের প্রতিটি সদস্যের মনোবল বৃদ্ধির মাধ্যমে তাদের কর্মদক্ষতা আদায়ের চেষ্টা করেছি। আমি চেষ্টা করে যাচ্ছি সুন্দর রাজবাড়ী গড়ে তুলতে। জেলার পাংশা ও গোয়ালন্দ উপজেলার পাশ দিয়ে পদ্মা নদী থাকায় এ জেলায় চরমপন্থীদের বেশ আনাগোনা ছিল। আমরা চেষ্টা করেছি তাদেরকে মোটিভেশন করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।