॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের আয়োজনে গতকাল ১১ই এপ্রিল বিকাল ৩টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে জেলা কমিটির প্রস্তুতি সভা, দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনা(২০১৬-২০২৫)’র আলোকে জেলা পুষ্টি সমন্বয় কমিটির কর্মপরিকল্পনা সভা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে/নিয়ন্ত্রণে বহুখাত ভিত্তিক কর্মপরিকল্পনা (২০১৮-২০২৫)’র জেলা সমন্বয় কমিটির কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আলমগীর হুছাইনের সভাপতিত্বে সভাগুলোতে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ্বাস, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, পুলিশ সুপারের প্রতিনিধি সদর থানার পরিদর্শন (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর, জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার চৌধুরী, জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম, জেলা সমাজসেবা অফিসার(রেজিস্ট্রেশন) মোঃ রফিকুল ইসলাম, সিভিল সার্জন অফিসের জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক মোঃ নূরুল ইসলাম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মনজুরুল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ এস.এম.এ হান্নান, কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নূরুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম আব্দুল্লাহ আল মুরাদ, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোসাম্মৎ আনজুয়ারা খাতুন, রাজবাড়ী পৌরসভার এস.আই মোঃ মোফাজ্জেল হোসেন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাঈদ আহম্মেদ, ডিএই রাজবাড়ীর অতিরিক্ত উপ-পরিচালক(পিপি) মোঃ মনিরুজ্জামান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও জেলা ত্রাণ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুল্লাহ, সওজ’র উপ-সহকারী প্রকৌশলী খান মোঃ শরীফ, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী গণেশ চন্দ্র সাহা, জেলা খাদ্য নিয়ন্ত্রক(ভারপ্রাপ্ত) মুন্সি মুজিবর রহমান, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক ও সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদযাপনের জেলা কমিটির সভায় ১৬ই এপ্রিল থেকে ২০শে এপ্রিল পর্যন্ত ৫দিনব্যাপী কর্মসূচী, অসংক্রামক রোগ প্রতিরোধ সংক্রান্ত জেলা সমন্বয় কমিটির সভায় বায়ু দূষণ, হাঁপানী, বজ্রপাত, সাপে কাঁটা, পানিতে ডুবে মৃত্যুসহ বিভিন্ন বিষয় এবং জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় পুষ্টি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রাজবাড়ীতে স্বাস্থ্য সেবা সপ্তাহের প্রস্তুতিসহ অসংক্রামক রোগ প্রতিরোধ ও পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
