॥স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশের আকাশে গতকাল শনিবার কোথাও ১৪৪০ হিজরী সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। ফলে আজ ৭ই এপ্রিল রবিবার পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগমী ৮ই এপ্রিল সোমবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সে হিসাব মতে, আগামী ২১শে এপ্রিল রবিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল বরাত উদ্যাপিত হবে।
গতকাল ৬ই এপ্রিল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ।
সভায় ধর্মসচিব মোঃ আনিছুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাঃ আজহারুল হক, প্রধান তথ্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক কাজী নূরুল ইসলাম, সরকারী মাদ্রাসা-ই-আলিয়ার প্রিন্সিপাল প্রফেসর মোঃ আলমগীর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও শাহ মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের আইন কর্মকর্তা শেখ মোঃ শাহাদত আলী, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নিয়ামতুল্লাহ ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় বিশেষজ্ঞ আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন।
সভায় ১৪৪০ হিজরী সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সকল কার্যালয় এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে, শনিবার ২৯ রজব ১৪৪০ হিজরী, ২৩ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ, ৬ই এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমতাবস্থায়, আগামীকাল ২৪ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ, ৭ই এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ রবিবার পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২৫ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ, ৮ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ সোমবার থেকে ১৪৪০ হিজরি সনের পবিত্র শাবান মাস গণনা শুরু হবে।
প্রেক্ষিতে, আগামী ১৪ শাবান ১৪৪০ হিজরী, ৮ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ রবিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল বরাত উদ্যাপিত হবে।