Site icon দৈনিক মাতৃকণ্ঠ

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অভিযানে গোয়ালন্দ থেকে ভুয়া প্রশ্নফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার

॥স্টাফ রিপোর্টার॥ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ৫ই এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার রমজান মাতুব্বর পাড়াস্থ জমিদার ব্রিজ এলাকা থেকে জুয়েল হোসেন(২৫) নামের এইচএসসির ভুয়া প্রশ্নফাঁস চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত জুয়েল হোসেন রাজবাড়ী সদর উপজেলার গোপীনাথদিয়া গ্রামের(শ্রীপুর বাস টার্মিনালের পাশে) আবু বক্কর সিদ্দিকী ওরফে কহিল উদ্দিন গায়েনের ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইলর ফোন উদ্ধার করা হয়েছে। বিগত এসএসসি পরীক্ষা চলার সময়ও সে প্রশ্নফাঁস সংশ্লিষ্ট অপরাধে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিল। সে ঘটনায় তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় দায়েরকৃত মামলা নং- ১৫, তারিখ-০৮/০২/২০১৯ ইং, ধারা ঃ পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন-১৯৮০ এর ৪২ আদালতে বিচারাধীন রয়েছে।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত জুয়েল হোসেন একজন দক্ষ মোবাইল টেকনিশিয়ান। সে অতিরিক্ত অর্থের বিনিময়ে মোবাইলের সিমকার্ড ভূয়া নামে রেজিস্ট্রেশন করে(সীম কার্ডের নম্বর-০১৯৯৬০২৪৪৩২) উক্ত সিমকার্ড ব্যবহার করে “মাহবুব তালুকদার(গধযধনঁন ঞধষঁশফধৎ)” নামে একটা ভূয়া ফেসবুক এ্যাকাউন্ট খুলে প্রতারণার উদ্দেশ্যে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার রেজাল্ট অর্থের বিনিময়ে পরিবর্তন করার আশ^াস দিয়ে অনলাইন ভিত্তিক বেশ কয়েকটি ফেসবুক গ্রুপে প্রচারণা চালায় এবং ভুয়া নামে চালুকৃত রকেট এ্যাকাউন্টের (০১৬৪০৯১১০৮৮) মাধ্যমে বহু মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।