Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ফরিদপুরে মহিলা পরিষদের প্রতিষ্ঠা বাষিকী পালিত

॥মাহবুব হোসেন পিয়াল॥ বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখা কমিটির উদ্যোগে সংগঠনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল ৪ঠা এপ্রিল “যৌন হয়রানী, ধষর্নসহ নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলি” এই প্রতিপাদ্য বিষয়ক আলোচনা সভা পূর্ব খাবাসপুর মহিলা পরিষদের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি প্রফেসর শিপ্রা রায়। সভায় সংগঠনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারন সম্পাদক হোসনে আরা খানম। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আসমা আক্তার মুক্তা, সুরেশ চন্দ্র হালদার, আব্দুর রব, ফরিদপুর জেলা শাখা কমিটির সহ-সভাপতি আনোয়ারা বেগম ও হাসনা জাহান, সহ-সম্পাদক জেসমীন কবীর, কোষাধ্যক্ষ কামরুন্নাহার, সংগঠন সম্পাদক ডিউভি সিকদার, আন্দোলন সম্পাদক আনোয়ারা বেগম, লিগ্যাল এইড সম্পাদক রুবিয়া মিল্লাত, প্রশিক্ষণ সম্পাদক প্রীতিকণা রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মৌসুমী আক্তার, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক রোকেয়া বেগম।
সভাপতি তার বক্তব্যে বলেন, নারীর মানবাধিকার প্রতিষ্ঠা ও নারী নির্যাতন প্রতিরোধ সংগঠনের প্রধান কাজ। দীর্ঘ ৪৯ বছর ধরে মহিলা পরিষদ সফলতার সাথে এ কাজ করে যাচ্ছে। পরে অতিথিদের নিয়ে সংগঠনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জেলা শাখার সভাপতি প্রফেসর শিপ্রা রায় ।