॥স্টাফ রিপোর্টার॥ ফরিদপুরের নগরকান্দা উপজেলায় প্রতারণা করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ইকলাছ মাতুব্বর(২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
গত ২রা এপ্রিল রাতে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল নগরকান্দা উপজেলার শঙ্করপাশা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইকলাছ মাতুব্বর একই উপজেলার শ্রাঙ্গাল গ্রামের মৃত আওয়াল মাতুব্বরের ছেলে।
গৃহবধূর অভিযোগ, পাশের বাড়ীর দুঃসম্পর্কের বখাটে ইকলাছের সাথে তার পরিচয় হওয়ার পর পরিচয়ের সূত্র ধরে ইকলাছ তার আপত্তিকর ছবি মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করেন। পরবর্তীতে উক্ত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং সেই ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে। এরপর ঐ সকল আপত্তিকর ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে বিভিন্ন সময়ে মোটা অংকের টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়। সম্প্রতি ইকলাছ তার সাথে শারীরিক সম্পর্কে মিলিত হওয়ার প্রস্তাব দিলে সে রাজী হওয়ায় ইকলাছ ইমু ম্যাসেঞ্জারের মাধ্যমে তার কিছু আপত্তিকর ছবি এলাকার কয়েকজনের মোবাইলে প্রেরণ করে এবং ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার ভয়ভীতি দেখায়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতারকৃত ইকলাছকে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ভিকটিম গৃহবধূ বাদী হয়ে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেছে।
নগরকান্দায় প্রতারণা করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে লম্পট গ্রেফতার
