॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গতকাল ২৭শে মার্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে সাবেক জেলা জজ শামসুল হক, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যক্ষ মোঃ আকতার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম লাল, পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলমগীর হোসেন, অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন মোল্লা, জিতেন্দ্রনাথ কুন্ডু, আবু বকর বকাই, নাজিম উদ্দিন মিয়া, সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন বিশ্বাস, তমিজউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, সুশিক্ষা ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না। যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত এগিয়ে যেতে পারে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য শিক্ষার্থীদের অবশ্যই লেখাপড়ায় মনোযোগী হতে হবে। লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে।
খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
