Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ডাঃ এহসান ইউথ অ্যাওয়ার্ড পেলেন রাজশাহী কলেজের শবনম মুস্তারি

॥মুজাহিদ হোসেন॥ প্রথমবারের মত ডাঃ এহসান হক ইউথ লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বিভাগের শিক্ষার্থী শবনম মুস্তারি। ‘সামাজিক স্কুল’ নামে দুঃস্থ শিশুদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার কারণে তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
গতকাল ২০শে মার্চ বেলা ১১টায় রাজশাহী কলেজে ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যাট্স ইন্টারন্যাশনাল(ডিসিআই) এই অনুষ্ঠানের আয়োজন করে।
ডাঃ এহসান হক সারা জীবনে দুস্থ মানুষের প্রতি তার প্রতিশ্রুতি ও কঠোর পরিশ্রম এবং হাজারও দুস্থ শিশুর জীবন মান উন্নয়নের জন্য দেশে-বিদেশে “ডাঃ এহসান হক ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড”-এর আয়োজন করে। প্রাথমিকভাবে ডাঃ এহসান হক যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষারত ছিলেন সেসকল প্রতিষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রোগ্রাম শুরু করা হবে। অ্যাওয়ার্ড প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল, যে সকল শিক্ষার্থী আর্তমানবিক কর্মকান্ড ও সুবিধা বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত থাকবে তাদেরকে উদ্বুদ্ধ করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মোঃ হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস-প্রিন্সিপাল অধ্যাপক আল ফারুকী চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক নাজনীন সুলতান, রাজশাহী কলেজের সকল শিক্ষকবৃন্দ, ডিসিআই এর প্রোগ্রাম ম্যানেজার জামাল আব্দুন নাসের ও প্রোগ্রাম ডেভলপমেন্ট অফিসার হুমায়ুন কবীর প্রমুখ।