॥স্টাফ রিপোর্টার॥ আগামী ২৪শে মার্চ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা গতকাল ১৯শে মার্চ দুপুরে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যলয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা এবং জেলা নির্বাচন অফিসের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ শওকত আলী, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম-সেবা বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, ফরিদপুর আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ নূরুজ্জামান তালুকদার, জেলা নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফখরুদ্দিন শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী ভোট গ্রহণ কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা দিয়ে বলেন, উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন ও সরকার সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। রাজবাড়ীতে উপজেলা নির্বাচনে কোন অনিয়ম-বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজবাড়ী সদর উপজেলার ৭৯০জন প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারকে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।