Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে সাহাজউদ্দিন মন্ডল ইনষ্টিটিউ টেসাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সাহাজউদ্দিন মন্ডল ইনষ্টিটিউটের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ই মার্চ বিদ্যালয় চত্বরে দিনব্যাপী নানা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্মল কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নুরুজ্জামান মিয়া, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য নুরজাহান চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ এজাজ শফী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফা বেগম, উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, স্থানীয় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নিখিল চন্দ্র রায় প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে বিদ্যালয়ে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।