Site icon দৈনিক মাতৃকণ্ঠ

শ্রীপুরের ইকবাল ইয়াবাসহ বিক্রেতা ইকবাল গ্রেফতার

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের শ্রীপুর বাজার এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আবুল হাসান ইকবাল (৪০)কে ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল ১৬ই মার্চ সকাল ৯টার দিকে অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর হোসেন খানের নেতৃত্বে একটি টিম শ্রীপুর বাজার এলাকার নিজ বাড়ী থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। ইকবালের পিতার নাম আক্তার হোসেন। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।