Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসে রাজবাড়ীতে বিভিন্ন কর্মসূচী

॥স্টাফ রিপোর্টার॥ আগামী ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও রাজবাড়ী পৌরসভা বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
জেলা প্রশাসন ঃ কর্মসূচীর মধ্যে রয়েছে-১৭ই মার্চ সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে বড়পুল পর্যন্ত র‌্যালী, সাড়ে ৯টায় শ্রীপুর অ্যাক্রোবেটিক সেন্টারে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ, একই স্থানে ১০টায় রক্তদান কর্মসূচী, সাড়ে ১০টায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী, বাদ যোহর মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধামত সময়ে মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা।
এছাড়াও দিবসটি উপলক্ষে ৭ই মার্চ থেকে ১৭ই মার্চ পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধুৃর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, শিশুদের রচনা, চিত্রাংকন, দেয়ালিকা, আবৃত্তি, খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতা এবং যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম আসে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বঙ্গবন্ধুর উপর তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
রাজবাড়ী পৌরসভা ঃ ১৭ই মার্চ বিকাল ৫টায় নবনির্মিত রজনীগন্ধা পৌর মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার এবং পুুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম,পিপিএম-সেবা উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী।