॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হরিণধরা তেলিপাড়ার(মাদারতলায়) হঠাৎ গজিয়ে ওঠা ভুয়া মাজার গুড়িয়ে দিয়েছে ডিবি পুলিশ। গত ১৪ই মার্চ রাতে ডিবি সেখানে অভিযান চালিয়ে স্থানীয় জনগণের সহায়তায় ভুয়া মাজারটি গুড়িয়ে দেয়।
জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে চন্দনী ইউনিয়ন পরিষদের সন্নিকটে হরিণধরা তেলিপাড়ার(মাদারতলায়) গত ১২ই মার্চ স্বার্থান্বেষী চক্র ‘শাহ রুস্তম আলী রহমাতুল্লাহ বাগদাদী’র মাজার নামে ভুয়া মাজারটি গড়ে তোলে। বড় একটি মাদার গাছের তলায় উপরে টিন চালা করে লাল সালু, জরি দিয়ে সাজিয়ে সুদৃশ্য কবরের রেপ্লিকা স্থাপন করে সেখানে ভন্ডামী চলতে থাকে। ধর্মপ্রাণ অনেক মানুষ সেখানে গিয়ে জটাধারী কুৎসিত চেহারার এক ব্যক্তিকে সেজদা দেয়াসহ দান-খয়রাত করতে থাকে। বৈদ্যুতিক সংযোগ লাগিয়ে মরিচ বাতি দিয়ে রাতে কথিত মাজারটি আলোকসজ্জিতও করা হতো।
এ বিষয়ে পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভন্ডামীর ভিডিও এবং ছবিসহ ভাইরাল হলে বিষয়টি রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম,পিএিম-সেবা’র দৃষ্টিগোচর হয়। এর প্রেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশের ডিবি’র ইন্সপেক্টর মোঃ কামাল ভূইয়ার নেতৃত্বে গত ১৪ই মার্চ রাতে ডিবি’র একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় জনগণের সহায়তায় ডিবি’র সদস্যরা ভুয়া মাজারটি গুড়িয়ে ও পুড়িয়ে দেয়।
রাজবাড়ীর চন্দনীতে হঠাৎ গজিয়ে ওঠা ভুয়া মাজার গুড়িয়ে দিল ডিবি
