Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

॥রঘুনন্দন সিকদার॥ আগামী ২৪শে মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা ও বালিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
গতকাল ১৪ই মার্চ দুপুরে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, জেলা নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমান ও বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, বালিয়াকান্দি উপজেলা পরিষদের অডিটোরিয়াম ও বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২দিনব্যাপী এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার ৬১টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণকারী ৬৪জন প্রিজাইডিং কর্মকর্তা এবং ৪৪৩জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করছেন।