॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ১৩ই মার্চ সন্ধ্যায় উপজেলার সরিষা ইউপির বহলাডাঙ্গা-খামারডাঙ্গা দারুল ইহসান দাখিল মাদরাসার সামনে কাঁচা রাস্তার উপর থেকে ১টি দেশীয় তৈরী সচল ওয়ান শুটারগান ও ১রাউন্ড গুলিসহ চরমপন্থী সন্ত্রাসী কেটাই (৩৬)কে গ্রেফতার করেছে। সে সরিষা ইউপির বহলাডাঙ্গা গ্রামের মৃত টাইগার আইয়ুবের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার এস.আই আমিরুল ইসলাম, এএসআই আইয়ুব আলী ও এএসআই ইনায়েত হোসেনসহ সঙ্গীয় পুলিশ গত বুধবার সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধৃত কেটাই পুলিশের তালিকাভুক্ত অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, বিপ্লবী কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য এবং অস্ত্র ও বিস্ফোরক মামলাসহ একাধিক মামলার আসামী।
এ ব্যাপারে এএসআই আইয়ুব আলী বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে পাংশা মডেল থানায় মামলা নং-৬, তাং- ১৩/০৩/১৯ খ্রিঃ দায়ের করেছেন।
পাংশার সরিষায় পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী কেটাই গ্রেপ্তার
