॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে গতকাল ১৪ই মার্চ উৎসব মুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮টি বুথে ভোটগ্রহণ করা হয়। বিদ্যালয়ের ১ হাজার ৩৮৭জন ভোটারের মধ্যে ৫২২ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করে। স্টুডেন্ট কেবিনেটের ৮টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।
তাদের মধ্যে ৯ম শ্রেণীর পিয়াস শেখ ৩৩৫, ৮ম শ্রেণীর লামিয়া ইকরাম ৩১৫, ৯ম শ্রেণীর জেরিন রহমান ২৩৪, ১০ম শ্রেণীর রিয়া আক্তার ২১৫, ৮ম শ্রেণীর লুৎফর রহমান ২২২, ১০ম শ্রেণীর রিতা আক্তার ১৭৭, ৬ষ্ঠ শ্রেণীর ঐশি ১১৩ ও ৭ম শ্রেণীর কৌশিক ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। ১০ম শ্রেণীর ছাত্রী মোহনা খাতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি খান মোঃ জহুরুল হক, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইকবাল হোসেন, সহকারী শিক্ষক আহম্মেদ ফারুক, ফেরদৌস আরা বেগম, মোফাজ্জেল হোসেন, আব্দুল মজিদ, আল্পনা রাণী সরকার প্রমুখ নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন।
ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত
