॥এম.এইচ আক্কাছ॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি টিম গতকাল ১৩ই মার্চ বিকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাসস্ট্যান্ড থেকে ১৮ পিস ইয়াবাসহ বিক্রেতা এলেম খাঁ (৪৩)কে আটক করে।
এরপর তাকে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নিকট হাজির করা হলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ২বছরের কারাদন্ড প্রদান করেন। দন্ডিত এলেম খাঁ উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডলের পাড়ার মৃত ধোনাই খাঁর ছেলে। একটি মাদক মামলায় ২০১৬ সালে তার যাবজ্জীবন কারাদন্ড হয়। ১১ মাস জেল খাটার পর সে হাইকোর্ট থেকে সে জামিনে মুক্তি পায়। এছাড়াও তার বিরুদ্ধে মাদকের আরো ৪টি মামলা রয়েছে।
দৌলতদিয়ায় ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর কারাদন্ড
