Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দি উপজেলার চামটায় নির্বাচনী উঠান বৈঠক

॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর নৌকা প্রতীকে ভোট দিন।
গতকাল ১৩ই মার্চ সন্ধ্যায় বালিয়াকান্দি সদর ইউনিয়নের চামটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও ১৪দল আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, উপজেলা চেয়ারম্যান থাকাকালে আমি কখনো আমার পরিবারকে সময় দেইনি। সবসময় উপজেলাবাসীর জন্যই সময় দিয়েছি। উপজেলার প্রতিটি উন্নয়নমূলক কাজ নিজে তদারকি করেছি। সাধারণ মানুষ আমার পরিষদে এসে কখনো খালি হাতে ফিরে যায়নি।
তিনি আরও বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, শেখ হাসিনার প্রতীক, জিল্লুল হাকিমের প্রতীক। এই নৌকা যেন না হারে। এই নৌকা হারলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কষ্ট পাবেন, তার সংসদের সদস্য আমাদের প্রিয় নেতা কষ্ট পাবেন। আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা কষ্ট পাবেন। উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য নৌকা প্রতীক ভোট দিবেন।
বালিয়াকান্দি সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রইছ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার খান, সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ছলেমান মোল্লা দলু, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এস.এম দাউদ খান, জাতীয় পার্টির সভাপতি আশরাফ আলী প্রমুখ বক্তব্য রাখেন।