॥স্টাফ রিপোর্টার॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের বিরুদ্ধে আচরণ বিধি না মানার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি উপজেলার একাধিক প্রার্থীর কর্মীকে জরিমানা ও সতর্ক করা হয়েছে।
গতকাল ১২ই মার্চ রাজবাড়ী সদর উপজেলার আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সফিকুল ইসলাম সফির নির্বাচনী পোস্টারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা থাকলেও তারিখ না থাকায় তাকে ১৩ই মার্চ দুপুর ২টার মধ্যে নিজ দায়িত্বে পোস্টারগুলো অপসারণের নির্দেশ প্রদানসহ তাকে সতর্ক করা হয়।
এদিকে গতকাল ১২ই মার্চ সন্ধ্যা ৭টার দিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী এডঃ সফিকুল হোসেনের উড়োজাহাজ প্রতীকের ২টি প্রচার মাইক একযোগে রাজবাড়ী শহরের প্রধান সড়কের ডাকঘরের সামনে দিয়ে প্রচারণা চালানোর সময় সেগুলো আটক করা হয়। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সানজিদা শাহনাজ ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২১-এর ১ বিধি লঙ্ঘন করায় ৩২(১) বিধিতে প্রচার কর্মীর লালন সরদার (৪৫)কে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৫দিনের কারাদন্ড প্রদান করেন। সে রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল এলাকার মদন সরদারের ছেলে।
গতকাল ১২ই মার্চ বিকালে বালিয়াকান্দিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে যানবাহনে পোস্টার লাগানোর দায়ে দুই প্রার্থীর কর্মীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
তিনি জানান, বালিয়াকান্দির টেম্পুস্ট্যান্ডে যানবাহনে পোস্টার লাগানোয় আচরণ বিধির সংশ্লিষ্ট ধারায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে ১হাজার টাকা জরিমানা এবং তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে ৩হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এর আগে গত ১১ই মার্চ একই প্রচার মাইক দিয়ে চেয়ারম্যান প্রার্থী সফিকুল ইসলাম সফির নৌকা, ভাইস চেয়ারম্যান প্রার্থী এডঃ সফিকুল হোসেন সফিকের উড়োজাহাজ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মীর মাহফুজা খাতুন মলির পক্ষে একযোগে প্রচারণা চালানোর দায়ে তাদের এক কর্মীকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে গত ৯ই মার্চ নির্ধারিত সময়ের আগেই মাইকযোগে প্রচারণা চালানোয় বালিয়াকান্দি উপজেলার একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিচ্ছিন্নভাবে প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের বিভিন্ন অভিযোগ আসছে। তবে প্রশাসন এ ব্যাপারে সজাগ রয়েছে।
রাজবাড়ী সদর ও বালিয়াকান্দিতে আচরণ বিধি মানছে না উপজেলা নির্বাচনের অধিকাংশ প্রার্থীগণ! ॥ভ্রাম্যমান আদালতের অভিযান
