॥রঘুনন্দন সিকদার॥ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে গতকাল ১১ই মার্চ বিকালে বালিয়াকান্দি সরকারী কলেজের মাঠে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব।
উপজেলা যুবলীগের আহ্বায়ক রাসেল খান রিজুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আনিছুর রহমান আনিছের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান তুহিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মন্টু, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম মিয়া মোড়ল প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনুসহ বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আশিক মাহমুদ মিতুল হাকিম বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পর বাঙালী জাতি মহান মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল। ঐতিহাসিক সেই ভাষণে আমাদের স্বাধীনতার সুস্পষ্ট রূপরেখা ছিল। আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগকে শক্তিশালী করার জন্য আমি সবসময় কাজ করে যাবো। দলকে সুসংগঠিত করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। সরকার দেশের জন্য কাজ করে যাচ্ছে। দেশ অনেক এগিয়ে গেছে।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে বালিয়াকান্দিতে যুবলীগ-ছাত্রলীগের উদ্যোগে সমাবেশ-আলোচনা সভা
