Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় ইসলামী ব্যাংকে আর্থিক অন্তর্ভুক্তিকরণে ক্যাম্পেইন অনুষ্ঠিত

॥মোক্তার হোসেন॥ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পাংশা শাখায় গতকাল সোমবার বিকেলে ছাত্র, কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, প্রবাসীসহ সকল শ্রেণি পেশাজীবীকে আর্থিক অন্তর্ভুক্তিকরণে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক পাংশা শাখার এফএভিপি এন্ড হেড অব ব্র্যাঞ্চ মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুস শুকুর বিশ্বাস, মৌরাট ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ শওকত আলী সরদার ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মতিয়ার রহমান বলেন, অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণের প্রথমধাপ হলো- ব্যাংকে হিসাবখোলা বা ব্যাংকে লেনদেন করা। অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করে উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যেতে হলে ব্যাংকিং কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত হতে হবে। এভাবে যদি ছাত্র, কৃষক, শ্রমিকসহ সকল শ্রেণির মানুষ ব্যাংকের সংগে সম্পৃক্ত হয় তবে দেশের অর্থনীতি খুব গতিশীল হবে। মতিয়ার রহমান আরও বলেন, ইসলামী ব্যাংক ডিজিটালাইজড হয়েছে। ঘরে বসেই ব্যাংকিং করার মত এটিএম কার্ড, আই-ব্যাংকিং এসএমএস ব্যাংকিং, ট্রাভেল কাডর্, খিদমাহ কার্ডসহ অনলাইন সকল সেবা প্রদান করা হচ্ছে।
অতিথিবৃন্দ বলেন, আমরা অন্য যে কোনো ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংকে চাহিদামত সেবা পাই। দীর্ঘদিন এ ব্যাংকের সাথে আছি এবং থাকব। ইসলামী ব্যাংকের বিকল্প ব্যাংকিং ব্যবস্থা নিরাপদ ও কার্যকরী বলে উল্লেখ করেন তারা। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন।
অনুষ্ঠানে অধ্যাপক নিরঞ্জন কুমার দাস, সুশীল কুমার মুদী, অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, অধ্যক্ষ নুরুল ইসলাম হেলাল, মোঃ খলিলুর রহমান, সুপার চৌধুরী গোলাম মোস্তফা, ব্যবসায়ী গোলাম শাহরিয়ার সেন্টু, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।