Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত

॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে গতকাল ১০ই মার্চ বিকালে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ শীর্ষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিম। পাংশা উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান ফরহাদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা যুুবলীগের যুগ্ম-আহ্বায়ক জালাল উদ্দিন বিশ্বাস, ডাঃ শাহিদুল ইসলাম সেলিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম মারুফ, সাধারণ সম্পাদক খন্দকার তাজবীর হাসান সিসিল প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে আশিক মাহমুদ মিতুল হাকিম বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের পর বাঙালী জাতি মহান মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল। সর্বকালের সেরা সেই ভাষণে আমাদের স্বাধীনতার সুস্পষ্ট রূপরেখা ছিল।
তিনি আরও বলেন, সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতার সপক্ষের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।