Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় মুক্তিযোদ্ধাদের সভা অনুষ্ঠিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে গতকাল ১০ই মার্চ দুপুরে মুক্তিযোদ্ধাদের এক সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার চাঁদ আলী খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ বক্তব্য রাখেন।
সভায় পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মাহমুদ হেনা মুন্সী(বর্তমান পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান), রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা শেখ শাহজাহান আলী, অধ্যক্ষ একেএম জয়নাল আবেদীন, পাংশা উপজেলা কৃষক লীগের আহবায়ক রোকন উদ্দিন বকুল, পাংশা পৌরসভা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইউসুফ হোসেন শিকদার প্রমূখ মুক্তিযোদ্ধগণ বক্তব্য রাখেন।
মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ নৌকা প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ, তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মাহমুদ হেনা মুন্সী ও কলস প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সফুরা খাতুনকে জয়যুক্ত করার ব্যাপারে মতামত ব্যক্ত করেন।
সভায় মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, ওসমান গনী, সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, হাবিবুর রহমান, নীলমনি পাল, আলতাফ হোসেন, মহরম মিয়া, আমিরুল ইসলাম, আব্দুস সোবাহান, ইমান আলী, সামসুদ্দিন আহম্মদ, মোঃ আব্দুল আলীম, আলমগীর হোসেন, আনোয়ারুল ইসলাম, মকছেদ আলী খান, নাসির উদ্দিন খান, আব্দুর জব্বার, আবু জাফর, রুহুল আমিন ও লিয়াকত আলী প্রমূখ মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।