॥মোখলেছুর রহমান॥ বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৮-২০১৯ইং এর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগিতার খেলোয়াড় বাছাই সম্পন্ন হয়েছে।
গতকাল ৯ই মার্চ রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে এই খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়। জেলার ৫টি উপজেলার ৫০জন ফুটবল খেলোয়াড় এতে অংশগ্রহণ করে।
এ সময় জেলা ক্রীড়া অফিসার শাহীন সুলতান রাজা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম মওলা, সহ-সাধারণ সম্পাদক দেবদাস চক্রবর্তী পুলক, গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, কালুখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামছুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজবাড়ীতে ডেভেলপমেন্ট কাপ ফুটবলের খেলোয়াড় বাছাই সম্পন্ন
