॥রঘুনন্দন সিকদার॥ দোয়া মাহফিলের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ।
গতকাল ৯ই মার্চ বিকাল ৫টায় বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বালিয়াকান্দি বাসস্ট্যান্ডে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচনী অফিসও উদ্বোধন করা হয়।
দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মাস্টার, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, বালিয়াকান্দি সরকারী কলেজের প্রভাষক রকিবুল হাসান, অবসরপ্রাপ্ত প্রকৌশলী আজিমুদ্দিনসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন বালিয়াকান্দি থানা মসজিদের সাবেক খতিব আলহাজ্ব মাওলানা মোঃ ওয়ালি উল্লাহ খলিফা।
নির্বাচনী প্রচারণার শুরুতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমি পরপর দুইবার আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। এবারো যদি আমাকে আপনারা ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করেন তাহলে আমি আমার উন্নয়নের অসমাপ্ত কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করার চেষ্টা করবো এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নিজেকে নিয়োজিত রাখবো।
দোয়া মাহফিলের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বালিয়াকান্দির চেয়ারম্যান প্রার্থী আজাদ
