Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মধুখালীতে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

॥শাহ্ ফারুক হোসেন॥ ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে পোস্টার ছেঁড়া ও কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানোসহ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম মনসুর নান্নু।
গতকাল ৭ই মার্চ সকালে মধুখালী প্রেসক্লাব প্রাঙ্গণে তিনি এই সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্যে গোলাম মনসুর নান্নু বলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মির্জা মনিরুজ্জামান বাচ্চু আমার জনপ্রিয়তা দেখে তার লোকজন দিয়ে আমার আনারস প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলছেন। কয়েকদিন আগে নওপাড়া মোড় এলাকায় আমার একজন কর্মীকে পোস্টার লাগানোর সময় মারপিট ও প্রচার মাইক ভাংচুর করা হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে তার লোকজন আমার কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে। মামলায় জড়িয়ে পুলিশে দেয়া ও জীবননাশের হুমকি দিচ্ছে। আমার জনপ্রিয়তা ও নির্বাচনে বিজয় সুনিশ্চিত বুঝতে পেরে আমার কর্মী-সমর্থকদের নির্যাতন চালানো হচ্ছে। আমি এহেন কাজ থেকে বিরত থাকার জন্য তাদের প্রতি আহ্বান জানাচ্ছি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা কামনা করছি। সংবাদ সম্মেলনে মধুখালী প্রেসক্লাব ও মধুখালী রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু বলেন, এসব অভিযোগ মিথ্যা।