Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে ১বছরে সফল এসপি মিলি

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে যোগদানের পর সফলভাবে দায়িত্ব পালনের এক বছর অতিবাহিত করেছেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম,পিপিএম-সেবা। এক বছর পূর্তিতে গতকাল ৫ই মার্চ সহকর্মিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
গত ২০১৮ সালের ৫ই মার্চ তিনি রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তার আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার পদে কর্মরত ছিলেন। রাজবাড়ীতে যোগদানের পর দৌলতদিয়া ঘাটের সমস্যা নিরসন, বাল্য বিবাহ, মাদক, নারী নির্যাতন, সন্ত্রাস, জঙ্গীবাদ, চাঁদাবাজীসহ অপরাধমূলক কর্র্মকান্ডের বিষয়ে জিরো টলারেন্স নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। গত ১বছরে তিনি উল্লেখিত বিষয়ে বেশ সফল হয়েছেন।
জানা গেছে, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলির দায়িত্ব গ্রহণের পর হতে এক বছরে তার নেতৃত্বে ৪৭টি আগ্নেয়াস্ত্র ও ১১৮ রাউন্ড গুলি উদ্ধার করা করাসহ ৩৭টি অস্ত্র মামলার বিপরীতে ৩৯জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে ছিল ঃ ২টি বিদেশী পিস্তল, ৩টি রিভলবার, ২৮টি ওয়ান শুটারগান, ৫টি দেশী বন্দুক, ৩টি বিদেশী বন্দুক, ১টি রাইফেল, ৫টি অন্যান্য অস্ত্র, ৪৫ রাউন্ড গুলি ও ৭৩ রাউন্ড কার্তুজ। অপরদিকে অবৈধ মাদক, ডলার, কষ্টিপাথর উদ্ধারেও সফলতা পেয়েছেন। এ সংক্রান্তে ৬৮৫টি মামলায় গ্রেফতার করা হয় ৭৮৮জনকে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২০ হাজার ৫২৮ পিস ইয়াবা, ২৬. ১৫ কেজি গাঁজা, ১৯৫.৮৭ গ্রাম হেরোইন, ১ হাজার ৭৭২ বোতল ফেনসিডিল, ৫ ক্যান বিয়ার, ২৪০ লিটার বাংলা মদ ও ৩৬৩ লিটার চোলাই মদ। এছাড়া ১৫ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা মূল্যের ১৯৫টি ইউএস ডলার এবং প্রয় ৫০ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিও উদ্ধার করা হয়। এছাড়াও তার নেতৃত্বে বেশ কয়েকটি ক্লুলেস হত্যা ও ডাকাতি মামলার রহস্য উন্মোচনসহ জড়িতরা গ্রেফতার হয়।
এছাড়াও ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সফলভাবে দায়িত্ব পালন করায় আইজিপি কর্তৃক প্রশংসিত হয়েছেন।
এসব কাজের স্বীকৃতি হিসেবে চলতি বছরের পুলিশ সপ্তাহে তিনি পিপিএম-সেবা পদক পান। তার আগে ২০১৮ সালে অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্য নিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য তিনি বিপিএম-সেবা পদকে ভূষিত হন।