॥ঝিনাইদহ প্রতিনিধি॥ র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল গতকাল ৫ই মার্চ দুপুর ১টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন পান্তাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৬১৫ পিস ইয়াবাসহ আকাশ মিয়া(২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আকাশ মিয়া পান্তাপাড়া গ্রামের কাওছার মিয়ার ছেলে। উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
ঝিনাইদহে র্যাবের অভিযানে ইয়াবাসহ ১জন গ্রেফতার
