Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে॥রাজবাড়ী ও কালুখালীর দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রাজবাড়ী সদর ও কালুখালী উপজেলার ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ২৭শে ফেব্রুয়ারী অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক পরিচালিত অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। অভিযানকালে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য সংরক্ষণের দায়ে কালুখালীর চৌধুুরী মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট (প্যাথলজিক্যাল পরীক্ষার উপকরণ) ব্যবহার করার দায়ে রাজবাড়ী সদরের মা ও শিশু স্বাস্থ্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে একই আইনের ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ১০-১৫ প্যাকেট মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ও পঁচা-বাসী খাবার ধ্বংস করা হয়। এছাড়াও কালুখালী ও রাজবাড়ীর ২টি ফিলিং স্টেশন (পেট্রোল পাম্প) পরিদর্শন করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে ধারণা প্রদানসহ আইনটি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা স্যানিটারী ইন্সপেক্টর এবং বিএসটিআই ফরিদপুরের মেজার এন্ড ওয়েটস ইন্সপেক্টর অভিযানে সহযোগিতা করে।