॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকার ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ২৬শে অক্টোবর অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক পরিচালিত অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে স্টাফ হোটেলকে ৫শত টাকা, আজিবর হোটেলকে ১ হাজার টাকা, জালাল হোটেলকে ৫শত টাকা, মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় বিক্রির দায়ে রাব্বি স্টোরকে ২ হাজার টাকা, ভাই ভাই হোটেলকে ৪ হাজার টাকা এবং অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য সংরক্ষণের দায়ে বাবু’র হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ১৫/২০ বোতল মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় ধ্বংস করাসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে ধারণা প্রদান এবং আইনটি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। জেলা প্রশাসন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা এই অভিযানে সহযোগিতা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দৌলতদিয়ার ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
