Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১৩জন প্রার্থীর মনোনয়নপত্র জমা॥চেয়ারম্যান, পুরুষ-মহিলা ভাইস চেয়ারম্যান পদে

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন মোট ১৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল ২৬ ফেব্রুয়ারী মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের বেশির ভাগ প্রার্থীরা রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।
চেয়ারম্যান পদে যারা মনোনয়ন জমা দিলেন তারা হলেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ সফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোঃ ইমদাদুল হক বিশ^াস ও বীরমুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী।
ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র জমা দিলেন তারা হলেন, মোঃ মোহন মোল্লা, মোঃ আঃ কাদের মিয়া, এ্যাডভোকেট মোঃ সফিকুল হোসেন, মোঃ শাহীন মোল্লা, মোঃ রকিবুল হাসান পিয়াল ও খান মোহাম্মদ জহুরুল হক। এদের মধ্যে এ্যাডভোকেট মোঃ সফিকুল হোসেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, মীর মাহফুজা খাতুন মলি, শাহিনুর আক্তার বিউটি, মোছাঃ মর্জিনা বেগম ও মোছাঃ আলেয়া বেগম। এদের মধ্যে মীর মাহফুজা খাতুন মলি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী।
রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান জানান, রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ তারিখ আগামী ২৮ ফেব্রুয়ারী ও প্রত্যাহারের শেষ তারিখ আগামী ৭মার্চ এবং ভোট গ্রহণ হবে আগামী ২৪মার্চ।