Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গাজীপুর মুক্ত দিবস আজ

॥নিজস্ব প্রতিবেদক॥ ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর গাজীপুর পাক-হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়। মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে এসে এটাই ছিল এটাই মুক্তিবাহিনীর বিশাল সাফল্য। আজকের দিনে স্থানীয় মুক্তিবাহিনীর ব্যাপক প্রচেষ্টার ফলে বিধস্ত হয় পাকসেনারা। ফলে গাজীপুর হানাদার মুক্ত হয়।১৯৭১ সালের ১৩ ও ১৪ ডিসেম্বর মুক্তিবাহিনী গাজীপুর সেনানিবাসে সম্মিলিতভাবে আক্রমন চালায়। এতে পাক হানাদার বাহিনী কোণঠাসা হয়ে গাজীপুর ছেড়ে ঢাকায় পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। সমরাস্ত্র কারখানা ও রাজেন্দ্রপুর অর্ডিন্যান্স ডিপো থেকে চান্দনা চৌরাস্তায় জড়ো হওয়া পাক হানাদার বাহিনীর বিরাট একটা কনভয় ঢাকার দিকে রওনা দেয়ার পথে ছয়দানা এলাকায় পৌঁছালে কাশিমপুর থেকে মিত্র ও কাদেরিয়া বাহিনী তাদের ওপর কামান ও মর্টারের শেল নিক্ষেপ করতে থাকে। ধ্বংস হয় ট্যাংক, কামান, মর্টার, যানবাহন ও গোলাবারুদ। হতাহত হয় অসংখ্য পাকসেনা। মুক্তিবাহিনী প্রথম বিশাল অর্জন।