॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ২৪শে ফেব্রুয়ারী বিকালে ফরিদপুরের কোতয়ালী থানাধীন দুধ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১হাজার ৩২ কেজি নিষিদ্ধ পলিথিনসহ আঃ রহমান(৩৪) ও ফজলুল হক(৫৪) নামের দুই ব্যবসায়ীকে আটক করে।
পরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাফিজুর রহমান ও মোঃ রাকিবুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় উভয়কে ৫০হাজার টাকা করে মোট ১লক্ষ টাকা জরিমানা করেন। এছাড়াও জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়।
র্যাবের অভিযানে ফরিদপুরে দুই নিষিদ্ধ পলিথিনব্যবসায়ীর ১লক্ষ টাকা জরিমানা
